ভর্তি তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অত্র কলেজে ভর্তির জন্য প্রার্থীর S.S.C থেকে ডিগ্রী (B.A/B.Com/B.Sc/B.S.S) পর্যন্ত বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৪ (চার) পয়েন্ট থাকতে হয়। অর্থাৎ S.S.C, H.S.C ও ডিগ্রী/ অনার্স পরীক্ষায় যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হয়।
প্রথমেই ৩০০ (তিনশত) টাকার বিনিময়ে কলেজ কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা যথারীতি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ইত্যাদিসহ অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র যথাযথভাবে বিবেচনা করে সন্তুষ্টির ভিত্তিতে কলেজ ভর্তি কমিটি কর্তৃক প্রার্থীকে ভর্তির অনুমতি প্রদান করা হবে। প্রয়োজনবোধে কলেজ ভর্তি কমিটি বাছাই পরীক্ষার (মৌখিক/লিখিত) ব্যবস্থা করতে পারেন। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্ত অনুমতি দেয়ার পর অফিসের হিসাব বিভাগে যোগাযোগ করে ভর্তির নির্ধারিত সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে। ভর্তির সময় দিবা/নৈশ যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক তা ভর্তি ফরমে উল্লেখ করতে হবে।
বি.দ্র.: বর্তমানে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হয়।
(প্রার্থী যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী/অনার্স পাস করে থাকে সে ক্ষেত্রে) (ঙ) মাইগ্রেসান সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি (২ কপি)
(প্রার্থী যদি দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী/অনার্স পাস করে থাকে, তাহলে সমতা নিরূপণ সার্টিফিকেট কলেজে জমা দিতে হবে)